অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারত সরকারের উপহার দেওয়া ২০০ টন তরল অক্সিজেন আজ রাতে বাংলাদেশে প্রবেশ করবে।
ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে স্থানীয় সময় সকাল ১০টায় দশটি কন্টেইনারে তরল অক্সিজেন নিয়ে একটি ট্রেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ রাত দশটার মধ্যে ট্রেনটি বেনাপোল স্টেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: শরিফুল আলম জানিয়েছেন, আগামীকাল সকাল নাগাদ এটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্তে পৌঁছানোর পরে এ অক্সিজেন খালাস করা হবে।