যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের আওতাধীন শাখা ডেমরা থানার উদ্যোগে আজ ১০ জুন বৃহস্পতিবার ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দিকীয়া মাদরাসার প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ডেমরা থানা শাখার সভাপতি আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের প্রধান বক্তা ঢাকা মহানগর পূর্বের সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনলাইন গেমস, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরছে। বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। নন এমপিও ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা চাকরি হাড়িয়ে অর্থের অভাবে অসহায় জীবন-যাপন করছে। দেশের সবকিছু খোলা রেখে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে একটি মেধাশূন্য প্রজন্ম গড়ে উঠেছে যা দেশের জন্য কখনোই সুফল বয়ে আনতে পারে না।
মানববন্ধন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবী জানান বক্তারা। এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেমরা থানার যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ডেমরাথানা ছাত্র আন্দোলনের তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াসিন কোব্বাদী,অর্থ ও কল্যান সম্পাদক রিয়াদ হায়দার, রুবায়েতইসলাম, বেলাল হোসেন, হাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত, সজীব আহমেদসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।