ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন । এসময় ভারতের গণতন্ত্র রক্ষা করতে কৃষক-শ্রমিক-যুবকদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। এমনকি কেন্দ্রীয় বিজেপি সরকারের মোকাবিলায় সমস্ত বিরোধী রাজ্যগুলিকে এক হওয়ার বার্তা দেন তিনি।
আজ বুধবার (৮ জুন) এসব জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার। লাইভ প্রতিবেদনে বলা হয়, আন্দোলনকারী কৃষকদের দাবি শোনা গেছে মমতার গলাতেও। বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েন তিনি। কৃষক আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি, এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মমতা।
এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ভাষণ ছাড়া কিছুই দেন না প্রধানমন্ত্রী। টিকা এতদিন কেন দেওয়া হল না? উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে কোভিড মৃতদের দেহ। এ ভাবে দেশ চলে। ক্ষমতায় এসে বিজেপি খবরদারি চালাচ্ছে।