পাকিস্তানের সিন্ধুপ্রদেশে সোমবার সকালে দুই ট্রেনের সংঘর্ষে ৬৫ জন নিহত ও দেড় শতাধিক যাত্রী আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরান।
ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ মোহাম্মাদ আলী হোসেইনি বলেছেন, তিনি ইরানের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতদের স্বজনসহ পাকিস্তানের জনগণ এবং সরকারকে শোক ও সমবেদনা জানাচ্ছেন। খবর দ্য ডনের।
একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও হতাহতদের স্বজনদের ধৈর্য শক্তি দানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি।
এদিকে সোমবার পাকিস্তানের সিন্ধুপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে, আহতের সংখ্যা ১৫০ জনেরও বেশি। মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৩টার দিকে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে করাচি থেকে আসা ট্রেন মিল্লাত এক্সপ্রেসের আটটি বগি লাইনচ্যুত হয়, তখন ওই লাইনে অন্যদিক থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেস নামের আরেকটি ট্রেন বগিগুলোকে সজোরে ধাক্কা দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দুর্ঘটনায় হতাশা প্রকাশ করে দায়ীদের খুঁজে বের করতে জরুরি তদন্তের আশ্বাস দিয়েছেন।