ফিলিস্তিন-ইসরাইল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংঘর্ষের বেশ কিছু ভিডিও প্রকাশ হয়েছে, যা এখন ভাইরাল।
প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে উভয় দেশের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ফিলিস্তিনি সমর্থকদের থামানোর চেষ্টা করছেন। সাংবাদিকরা সংঘর্ষের ভিডিও করছেন ও ছবি তুলছেন।
টুইটারে শেয়ার করা ভিডিও বলছে, ঘটনাটি গত ১২ মেতে ডাউন টাউনে ঘটেছে। অর্থাৎ ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের তৃতীয় দিনে বিষয়টি নিয়ে উত্তাল হয়ে ওঠে ম্যানহাটন। এছাড়াও একইরকম সংঘর্ষের ভিডিও টুইটারে বৃহস্পতিবার শেয়ার করেছেন দেশটির নাগরিকদের কেউ কেউ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইন্ডিপেন্ডেন্ট জানায়, 'ফ্রি প্যালেস্টাইন' নামের সংগঠনের ডাকে ম্যানহাটনে ইসরাইলি কনস্যুলেট ভবনের সামনে কয়েকশ মানুষ জড়ো হন। এ সময় ফিলিস্তিন পতাকা উড়িয়ে মিছিল করে ডাউন টাউনের দিকে যায় তারা। এ সময় ইসরাইলের পতাকা নিয়ে দেশটির সমর্থকরা বাধা দিলে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের কয়েকজন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিশ।
টুইটারে ভাইরাল সংঘর্ষের ভিডিও –
This video taken by @CBSNewYork Photographer Alex Susskind moments ago pic.twitter.com/24RVAo06fG
— Jessica Layton (@JLaytonTV) May 11, 2021
Jews being attacked on Manhattan’s Upper East Side. Can’t say I didn’t see this coming 😞 @jews_of_ny pic.twitter.com/s3mqaqR7Fj
— Michal Divon מיכל דיבון ميخال ديفون (@michaldivon) May 19, 2021