ফিলিস্তিনের নাগরিকরাও পবিত্র ঈদ উদযাপন করছেন। আজ বৃহস্পতিবার (১৩ মে) এমন সময়ে সেখানে এবার ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে, যখন ইসরায়েল নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। আজ সকালেও সেখানে বোমা হামলা অব্যাহত ছিল। ঈদের দিনেও ফিলিস্তিনিদের ঘুম ভেঙেছে বোমার শব্দে।
বোমা হামলার পাশাপাশি গাজা উপত্যকাসহ বিভিন্ন স্থানে অভিযানও চালাচ্ছে ইসরায়েলের বাহিনী। ফিলিস্তিনের সাফওয়াত আল-কাহলৌত বলেন, ‘গাজার অধিকাংশ মানুষ জেগে ছিল। একটু পরপরই বোমার শব্দ শুনেছি, ভবনগুলো কাঁপছিল।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পুলিশের সদর দপ্তর ও নিরাপত্তা বাহিনীর কয়েকটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬টি শিশু ও পাঁচ জন নারী। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।