পাকিস্তান সরকার আগামী আগস্ট থেকে প্রাথমিক পর্যায়ে দেশটিতে একক জাতীয় পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে। আর ২০২৩ সাল থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য আগামী বছর এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য এমন পাঠ্যক্রম চালু হবে। গতকাল মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল দেশটিতে অভিন্ন পাঠ্যক্রম চালু করা। সে লক্ষ্য বাস্তবায়নে গত বছর থেকে দেশটির শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ কাজ শুরু করেন।
রফিক তাহির বলেন, প্রথমে সিন্ধু প্রদেশ এই পাঠ্যক্রম নিয়ে কিছুটা আপত্তি জানালেও পরে তারাও রাজি হয়েছে। তবে তারা মৌলিক বইগুলোর বাইরে নিজেদের মতো করে অতিরিক্ত কিছু বই রাখছে। তাহির বলেন, ‘এটা (সিন্ধুর সিদ্ধান্ত) সঠিক ও ভালো দিক। অন্য প্রদেশগুলোও চাইলে তা করতে পারবে। এ ব্যাপারে ইতিমধ্যে এনসিসি সম্মতি জানিয়েছে।’
তবে যদি সত্যিকারে একক পাঠ্যক্রম দেশব্যাপী চালুতে সফলতা আসে, তাহলে তা হবে পাকিস্তানের জন্য একটি বিপ্লব, যা দেশকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে। তবে সময়ই বলে দেবে, এর ফল কী হতে যাচ্ছে।