কলকাতা মেডিকেল কলেজ থেকে গভীর রাতে পালানোর চেষ্টা করে প্রায় দেড় ঘণ্টা জানালার কার্নিসে আটকে ছিলেন এক করোনা রোগী।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে। পরে পিপিই পরে ওই রোগীকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে জানালা দিয়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেন এক রোগী। কিন্তু কার্নিস বেয়ে নীচে নামার সাহস পাননি তিনি। বেশ কিছুক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার পর, কার্নিসের ওপর শুয়ে পড়েন।