করোনা ভাইরাসের কারণে প্রতিবারের ন্যায় এবার মসজিদে গিয়ে তারাবিহর সালাত আদায় করতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সেজন্য নিজের ঘরকেই মসজিদ বানিয়ে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, তারাবির নামাজে ইমামতি করছেন নিজেই।
সম্প্রতি সম সাময়িক বিষয় নিয়ে সাথে আলাপকালে তারিবহর সালাতে ইমামতি করার এই বিষয়টি জানান তিনি।
অধ্যাপক আখতারুজ্জামান জানান,
রোজা মুসলমানদের জন্য আল্লাহর অনেক বড় নেয়ামত। করোনার আগে প্রতিবছর মসজিদে গিয়ে তারাবিহর নামাজ আদায় করতাম। তবে গত বছর থেকে সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসাতেই তারবিহর নামাজ আদায় করি।
নামাজে ইমামতি কে করে জানতে চাইলে ঢাবি উপাচার্য আরও বলেন, তারাবিহর নামাজে আমি নিজেই ইমামতি করি। আমার পেছনে আমার ছেলে-মেয়ে ও আমার স্ত্রী নামাজ আদায় করে। আমরা ২০ রাকাত তারাবিহর সালাত আদায় করি।