শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছায়া জাতিসংঘ সংগঠন মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (সাস্টমুনা) ২০২১-২২ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুসা আহমদ শোভনকে সভাপতি, লোক প্রশাসন বিভাগের একই বর্ষের নাফিসা নোমানকে সহ-সভাপতি, ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ফাতেমাতুজ জোহরা ও অর্থনীতি বিভাগের একই বর্ষের সিনাজ আফতাব তটিনীকে যুগ্ম-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
রোববার (২ মে) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
মনোনীত অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অর্থ সম্পাদক আবদুল্লাহ সাকিব মারুফ, গবেষণা শাখার প্রধান সুলতান সাকিব মাহমুদ, প্রকাশনা সম্পাদক প্রসেনজিৎ বসাক, অর্থ পরিচালক দেবজিত দে, ডেলিগেশন বিষয়ক পরিচালক ফাতিহা নুসরাত, সেশন অ্যান্ড ইভেন্ট পরিচালক মো. ফখরুল ইসলাম, ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশন পরিচালক মো. হামিদুল ইসলাম, জনসংযোগ পরিচালক মাহপারা হোসাইন অভিরূপা, ডকুমেন্টশন পরিচালক মো. শাকিল আহমেদ ও রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিক পরিচালক আজিজুল হাকিম।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- আজহারুল ইসলাম, আশরাফুল আলম, নওশিন তাশফিয়া অদ্রী, আয়েশা নাহার চৌধুরী, ইমরানা বেগম ইমা, মো. জাহিদ হাসান, নুসরাত জাহান ইপি ও রাকিব আহমদ চৌধুরী।