ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে ছেলের বিরুদ্ধে নিজ বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে ছেলে মো. সাইফুল তার বৃদ্ধ বাবা মো. সাইদুল হককে (৮০) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন, ওসি (তদন্ত) ওমর হায়দার ও শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ইফতারের আগ মুহূর্তে পিতা ও পুত্রের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে সাইদুল হককে তার ছোট ছেলে সাইফুল বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান,
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।