হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। শিগগিরই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার নূরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মামুনুল হককে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। আমরা তার অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। অবস্থান নিশ্চিত হওয়া গেলেই তাকে গ্রেফতার করা হবে।
হেফাজত সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের একটি মাদ্রাসায় অবস্থান করছেন মামুনুল হক। মাদ্রাসা থেকে বের হলেই তাকে গ্রেফতার করা হবে এমন আশাঙ্কা থেকেই তিনি সেখান থেকে বের হচ্ছেন না। এমনকি মাদ্রাসার পাশেই তার বাসা হলেও সেখানেও যাচ্ছেন না তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের এক নেতা গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জের রিসোর্ট কান্ডের কারণে হেফাজত বিব্রত। সেজন্য মামুনুল হককে আপাতত চুপ থাকতে বলা হয়েছে।