কোভিড-১৯–এর টিকা নেওয়া লোকদের কেই কেবল রমজান থেকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। গতকাল সোমবার সৌদি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। যাঁরা টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন, অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছেন এবং যাঁরা সংক্রমণ থেকে সেরে উঠেছেন। এসব লোকই কেবল ওমরাহ পালন এবং পবিত্র মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি পাবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই নিয়ম আসছে পবিত্র রমজান মাসের শুরুতেই চালু হবে। তবে কত দিন চলবে তা স্পষ্ট নয়। সৌদি বাদশাহ সালমান গত মাসে হজ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেন। এরপরই নতুন এ ঘোষণা এলো।
বাসস, রিয়াদ।