গোপালগঞ্জের মুকসুদপুরে দা-বঁটির ভয় দেখিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) সকালে ভুক্তভোগীর স্বামী তিনজনকে আসামি করে এ মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে হেমায়েত (৩৫), নান্নু শেখের ছেলে বশির শেখ (২৫) ও মনির মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২৩)।
মামলার বরাত দিয়ে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, মুকসুদপুর উপজেলার কদমপুরে একটি বাড়িতে ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামী ভাড়া থাকতেন। ৪ এপ্রিল রাতে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে অভিযুক্তরা ঘরে থাকা দা-বঁটির ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।