নোয়াখালীতে লকডাউন বন্ধ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) দুপুরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে তারা।
ব্যবসায়ীদের দাবি, লকডাউনে ব্যাংক-বীমা অফিস চলছে। শুধু আমাদের সাধারণ ব্যবসায়ীদের দোকানপাট কেন বন্ধ থাকবে। তাই আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের দোকানপাট খোলার সুযোগ দেওয়া হোক।
জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘চৌমুহনী বাজার থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। আমরা প্রতিদিন এ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। জনগণকে সচেতন করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’