নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে স্ত্রীসহ বেড়াতে গিয়ে সরকারদলীয় স্থানীয় কিছু নেতাকর্মী দ্বারা হয়রানির শিকার হয়েছেন মাওলানা মামুনুল হক। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
তিনি হয়রানি করতে আসা লোকদের উদ্দেশ্য করে বলেন,
‘আপনারা আমার সাথে দুর্ব্যবহার করেছেন। আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’
আজ শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় রয়্যাল রিসোর্টের পঞ্চম তলার ৫০১ নম্বর কক্ষে অবস্থানের সময় মাওলানা মামুনুল হক এই হয়রানির শিকার হন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান,
মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে স্ত্রীসহ অবস্থান করেছেন- এমন খবরে স্থানীয় লোকজন তাকে দেখার জন্য রিসোর্ট আসে। এর পরেই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মাওলানা মামুনুল হক পুলিশকে জানিয়েছেন, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।