আগামী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে শাহবাগে ছাত্রলীগের নেতৃত্বে মঞ্চ বানানো হবে। সেখানে প্রতিদিন বিভিন্ন ইস্যুতে আলোচনা ও দেশের গান পরিবেশন করা হবে বলে জানা গেছে ছাত্রলীগের বিভিন্ন সূত্রের মাধ্যমে।
১৭ই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত ছাত্রলীগের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে স্বাধীনতা দিবসের কর্মসূচি উপলক্ষে সাধারণ সভা ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সভাটি আজ সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
১১মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের অভিভাবক শেখ হাসিনার সাথে দেখা করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তাদেরকে তখন প্রধানমন্ত্রী ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন লেখক ভট্টাচার্য।
সেদিন সভা শেষে লেখক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মার্চ মাসের কর্মসূচি বাস্তবায়নে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন নেত্রী”।