করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী মার্চের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। এর আগে সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিয়ে ধীরে ধীরে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসা হবে।
সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত লাইভ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, আগামী মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হলে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। ফলে এর পরে একটি সুবিধাজনক সময়ে যখন আমাদের মহামারী পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আমরা ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করবো।
ঢাবি উপাচার্য বলেন, নির্দিষ্ট করে বলা না গেলেও অন্তত পক্ষে মার্চের পরেই আমাদের পরীক্ষার হিসেব করতে হবে। আপনাদের মতোই একজন সাধারণ মানুষ হিসেবে সেটি যোগ-বিয়োগ করতে হবে। মার্চের পরে কখন পরীক্ষা হবে সেটি আমাদের মহামারী পরিস্থিতি দেখে, ক্যালেন্ডার দেখে ঠিক করতে হবে।