সম্প্রতি কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনে প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ‘ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট, মানহানিকর’ সংবাদ প্রচারের প্রতিবাদে তদন্তকারী সাংবাদিক ডেভিড বার্গম্যানের কুশপুত্তলিকা দাহ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ ।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সমাবেশ শেষে ডেভিড বার্গম্যানের কুশপুত্তলিকা দাহ করে সংগঠনটি। সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের আহ্বায়ক অধ্যাপক আকম জামাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, আল জাজিরার প্রতিবেদনে স্পষ্টভাবে বাংলাদেশ সরকার, দেশপ্রেমিক সেনাবাহিনীর নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। সেটা স্পষ্টত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান তথা সেনাবাহিনীকে হেয় করার উদ্দেশ্যে নির্মিত। এটি বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র।
তারা বলেন, ‘যার কথার বরাত দিয়ে আল জাজিরা এত বড় তকমা লেপন করেছে, তাকে স্বয়ং আল জাজিরা কর্তৃক মানসিকভাবে অসুস্থ বলা হয়েছে। ওই ডকুমেন্টারিতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ দেখানো হয়নি। কেবল মানসিকভাবে অসুস্থ একজন লোকের কথার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর নাম জড়ানো খুবই অশোভনীয়।
তারা বলেন, ‘আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। সেটা স্পষ্টত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যার কথার বরাত দিয়ে আল জাজিরা এত বড় তকমা লেপন করেছে, তাকে স্বয়ং আল জাজিরা কর্তৃক মানসিকভাবে অসুস্থ বলা হয়েছে।
এছাড়া সমাবেশ থেকে আল জাজিরা যদি এই প্রতিবেদন প্রত্যাহার না করে এবং বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায় তাহলে আল জাজিরার সম্প্রচার ও ডেভিড বার্গম্যানকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানানো হয়