রাজধানীর ভাটারায় ভেজাল মদের কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। ডিবি প্রধান বলেন, এদের সাথে আর কারা জড়িত তা খুঁজে বের করা হবে। ভেজাল মদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
সোমবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশের প্রধান এ কে এম হাফিজ আক্তার।
অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে ওই কারখানাটিতে অভিযানে ভেজাল মদের সন্ধান মিলে। পাওয়া যায় বিষাক্ত স্পিরিট। চিনি, পানি ও রং মিশিয়ে এ মদ তৈরি করা হতো। মিডফোর্ট এলাকা থেকে স্পিরিট কিনে আনে তারা। বিদেশি ব্র্যান্ডের লোগো যুক্ত করে এসব ভেজাল মদ বাজারজাত করতো।
গোয়েন্দা পুলিশের প্রধান জানান, এসব মদ পানকারির মারাত্মক অসুস্থ, এমনকি মৃত্যু ঘটতে পারে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গেল সপ্তাহে ২৩১ বোতল মদ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করেছে তারা। এসব মদ পানকারিদের মারাত্মক শারীরিক জটিলতা হতে পারে।