ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর বোর্ড অব গভর্নর এবং ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. কাফিলুদ্দিন সরকার সালেহী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সকল কার্যক্রমে কোনো ধরণের ইফরাত-তাফরিত তথা বাড়াবাড়ি-ছাড়াছাড়ি নেই। এদের সকল কার্যক্রমকে আমি অন্তর থেকেই সমর্থন করি।
আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন তিনি।
ড. কাফিলুদ্দীন সরকার সালেহী বলেন, চরমোনাই ভিত্তিক দ্বীনি এ মিশন শুধুমাত্র জিকিরের তালীমের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এদের মাধ্যমে আগামীদিনে এদেশের সংসদ সহ সকল স্তরে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল আমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।