করোনা মহামারীর কারণে এবারের বইমেলা সরাসরি না হওয়ার কথা চলছিল। বলা হচ্ছিল, ভার্চুয়ালি হবে বইমেলা কিন্তু সরাসরিই হতে যাচ্ছে এবারের বইমেলা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই সিদ্ধান্ত জানাবেন।
রবিবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রহমান সেমিনার কক্ষে অমর একুশে বইমেলা-২০২১ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এবারের বইমেলার বিষয়ে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘২০২১ সালের অমর একুশে বইমেলার তারিখ নির্ধারণ হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শারীরিক উপস্থিতিতে বইমেলা হবে।’
তিনি আরও বলেন, ২০ ফেব্রুয়ারি, ১৭ মার্চ অথবা ২৭ মার্চ এই তিন তারিখের যেকোনো একটিতে মেলা শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব থাকবে। প্রধানমন্ত্রী যে তারিখটি বেছে নেবেন সেই তারিখেই মেলা অনুষ্ঠিত হবে অথবা তিনি অন্য কোনো তারিখও নির্ধারণ করতে পারেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন, বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী প্রমুখ।