ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মিকদাদকে নিষেধাজ্ঞার আওতায় আনার ফলে তিনি ২৭ জাতির ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশ সফরে যেতে পারবেন না। এছাড়া, এসব দেশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কোনও সম্পদ থেকে থাকলে তাও জব্দ করা হবে।২০১১ সালের গোড়ার দিকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেওয়ার পর থেকে ইইউ দামেস্কের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমসহ মন্ত্রিসভার বেশ কয়েক সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।