রবিবার | ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৭:৩৫

রবিবার | ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | শীতকাল | সন্ধ্যা ৭:৩৫

দেশে গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্রঃ গাজী আতাউর রহমান

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১১ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৯ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৪০ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৯ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৮ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ

দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। ফলে সরকারি দল ছাড়া অন্য দলগুলো তাদের রাজনৈতিক অধিকার থেকে আজ বঞ্চিত। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের “বঙ্গবন্ধু হল”-এ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের ‘নগর সম্মেলন-২০২১’ অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘ এদেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। ফলে সরকারি দল ছাড়া অন্য দলগুলো তাদের রাজনৈতিক অধিকার থেকে আজ বঞ্চিত। জনগণ স্বাধীনতার ৫০ বছর পরেও তাদের ভোটাধিকার ফিরে পায়নি। সরকার অন্যান্য দলগুলোর অগ্রগতিকে রুখে দিতে চায়। বাকস্বাধীনতার অধিকারকে তারা হরণ করেছে। স্বাধীনভাবে বাঁচতে হলে বর্তামান স্বৈরাচারী সরকারের পতন ঘটানো অনিবার্য হয়ে পড়েছে। স্বাধিকার ফিরিয়ে আনতে চাই ঐক্যবদ্ধ আন্দোলন। তাই এদেশের ছাত্র, যুবক, আবালবৃদ্ধবনিতা এক কাতারে নেমে এসে এই স্বৈর শাসনের অবসান ঘটাতে হবে। আগামী চসিক নির্বাচনে যেন নৈশ্যভোটের পুনরাবৃত্তি না হয়। তাহলে সরকারকে এর চরম মূল্য দিতে হবে।’

প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ‘ইশা ছাত্র আন্দোলন একটি আদর্শিক ছাত্র কাফেলা। তারা চায় এ সমাজের অলিগলি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত একটি আদর্শিক পরিবর্তন আনতে। সেই লক্ষ্য নিয়ে দেশের সর্বত্র তৃণমূল পর্যায় থেকে শুরু করে ক্যাম্পাসগুলোতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আর এই দেশকে নতুন ভাবে গড়তে হলে ছাত্র সমাজকে আদর্শিক ভাবে গড়ে তুলতে হবে। কেননা তারাই এক একজন আগামীর কর্ণধার, রাষ্ট্রনায়ক।

তিনি আরো বলেন, দেশে ইসলামের বিরুদ্ধে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। সিনেমা,নাটক-উপন্যাসে ইসলামকে বিকৃতরূপে উপস্থাপনের মাধ্যমে তরুণদের ইসলামের বিপরীতে দাঁড় করাতে চেষ্টা চালাচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষার পরীক্ষা বাতিলের মাধ্যমে নীতি-নৈতিকতা বিবর্জিত একটি ধর্মহীন জাতি গঠনের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর ফলশ্রুতিতে দেশের তরুণদের চরিত্র ধ্বংসের দিকে ধাবিত করা হচ্ছে। সন্ত্রাস, মাদক ও ধর্ষণের মত ঘৃণ্য অপরাধগুলোও দিনদিন বেড়েই চলেছে। জাতির এ ক্রান্তিলগ্নে সত্য ও ন্যায়ের নকীবের ভূমিকা পালন করছে ইশা ছাত্র আন্দোলন।’

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলাম বলেন, ‘দেশে আজ দুর্নীতির মহোৎসব চলছে। ফলে দুর্নীতিবাজদের ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু এদেশের মানুষের অভাব-অনটন যায় না। এমনকি বহির্বিশ্বেও দুর্নীতির তালিকায় বাংলাদেশ বারংবার চ্যাম্পিয়ন হচ্ছে। হলমার্ক, শেয়ারবাজার লুট, ডেসটেনি, স্বাস্থ্যখাত, পরিবহন খাত, পদ্মাসেতু, করোনা টিকাসহ হাজারো খাতে সরকারের আমলারা জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে খাচ্ছে। তাই সাধারণ জনগণ এই ক্ষমতাসীনদের আর বিশ্বাস করে না। এদের শিকড় উপড়ে ফেলা এখন সময়ের দাবী। নতুন করে আমাদের এই রাষ্ট্র নিয়ে ভাবতে হবে। আগামী চসিক নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে অধিকাংশ ভোটার ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকেই তাদের রায় দিবে। যদি সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখলের পায়তারা করে তবে আপনাদেরকে এর বিরুদ্ধে সীসাঢালা প্রাচীরের মতো রুখে দাঁড়াতে হবে।’
নগর সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হক জিহাদি, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি ক্বারী দিদারুল মাওলা, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর সভাপতি তাজুল ইসলাম শাহীন প্রমুখ।

সম্মেলনের প্রধান বক্তা ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ২০২০ সেশনের চট্টগ্রাম মহানগর কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনের
সভাপতি হিসেবে মুহাম্মদ নাজিম উদ্দিন,
সহ-সভাপতি হিসেবে মুহাম্মদ তানভীর হোসাইন,
সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ জিল্লুর রহমানের

নাম ঘোষনা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।  সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মার্চপাস্ট ও জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির

ডেভেলপারস ফোরাম উত্তরা এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত

ডেভেলপারস ফোরাম উত্তরা  (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল ও শহীদ মডেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় ২ হাজার মানুষ 

মহান বিজয় দিবস উপলক্ষে উত্তরা তুরাগের কামারপাড়া এলাকার শহীদ মডেল স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে পুনরায় প্রভাব বিস্তার — চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সংযুক্ত কলেজসমূহ এবং পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে চাকরিচ্যুত

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৫:১১ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৯ পূর্বাহ্ণ
  • বিকাল ১৫:৪০ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:১৯ অপরাহ্ণ
  • রাত ১৮:৩৮ অপরাহ্ণ
  • ভোর ৬:৩৬ পূর্বাহ্ণ