ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত দুই আসামির কারামুক্তির দাবিতে আলোচনা সভা ও তাদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে সোনাগাজী পৌর আওয়ামী লীগ। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে এলাকাজুড়ে।
বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল।
উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন আরিফ ভূঞা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
এ ব্যাপারে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম জানান, কর্মসূচি সম্পর্কে আমার জানা নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনও এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।