ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম-এর নেতৃত্বে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর’২০) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি মোড় এবং শাহবাগ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, অফিস ও যোগাযোগ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনি, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, কলেজ সম্পাদক এম এ হাসিব গোলদার, কওমি মাদ্রাসা সম্পাদক নূরুল বশর আজিজী, কেন্দ্রীয় সদস্য মুনতাসির আহমাদ, কেন্দ্রীয় শূরা সদস্য আল আমিন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইমরান হোসাইন নূর, ঢাকা জেলা দক্ষিণ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম এবং ঢাবি সাধারণ সম্পাদক মোঃ আল আমীন সহ ঢাবি নেতৃবৃন্দ।