ভাস্কর্য ইস্যু সুরাহায় সরকারের সাথে বসতে প্রস্তাব তৈরি করছে হেফাজত ইসলাম। এমন তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মামুনুল হক।
ভাস্কর্য ইস্যুতে আবারো অবস্থান পরিস্কার করে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানান, এই ইস্যুর সুরাহায় সরকারের সাথে বসতে প্রস্তাবও তৈরি করেছেন তারা।
কুষ্টিয়ায় শেখ মুজিবের নির্মাণাধীন একটি ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরীসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা।
বাংলাদেশে ভাস্কর্য নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে এখন সরকার এবং ইসলামপন্থীরা-দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছে।
হেফাজতে ইসলামের একজন নেতা বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধান চাইছেন তারা। সরকারের ধর্ম প্রতিমন্ত্রীও বলেছেন, আলোচনা করেই সমস্যার সমাধান হবে ।
ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নেয়া ইসলামপন্থী কয়েকটি দল এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে সরকারের সাথে আলোচনায় বসার জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।এই উদ্যোগে দুই পক্ষের মধ্যে যোগাযোগ বা কথাবার্তা চলছে।
অন্যদিকে আওয়ামী লীগ এবং তাদের সমমনারা রাজপথে সমাবেশ মিছিল অব্যাহত রেখে ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান তুলে ধরছে।