ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু)।
আজ শনিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাসদ নেতা মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ইনু বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারী রাজনৈতিক মোল্লারা ধর্মীয় নেতা নন। তারা ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও নন, তারা জামায়াত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়। রাজনৈতিক মোল্লারা রাজনৈতিক স্বার্থে ধর্মের মনগড়া অপব্যাখা দেন। রাজনৈতিক মোল্লারা ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিলেন, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন।’