সুনামগঞ্জের শাল্লা উপজেলার এক হতদরিদ্র দিনমজুর কৃষি শ্রমিকের স্ত্রীকে বারবার ধর্ষণচেষ্টা ও নির্যাতনের বিচার না পেয়ে সুনামগঞ্জ শহীদ মিনারে শিশু সন্তান নিয়ে মানববন্ধন করেছেন এক অসহায় স্বামী।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নির্যাতনকারী বখাটে বিচার না হওয়া এবং পুলিশের অসহযোগিতার অভিযোগ করেন তিনি।

পারিবারিক এ মানববন্ধন চলাকালে নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী জানান, উপজেলার আনন্দপুর গ্রামের মধু দাসের ছেলে প্রজেশ দাস তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বাড়ি থেকে বের হলেই তার স্ত্রীকে অশ্লীল কথাবার্তা বলতো সে। গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মদ খেয়ে তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় শাল্লায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
পরে গত ২১ নভেম্বর রাতে আবারও তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় প্রজেশ। তখন নির্যাতনের শিকার নারী ও তার শ্বশুর-শাশুড়ির চিৎকারে প্রজেশ পালিয়ে যায়। এ ঘটনায় গত ২২ নভেম্বর ফের থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী।
দিনমজুর স্বামী আরও জানান, সবশেষ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে আসেন শাল্লা থানা পুলিশের এসআই সেলিম মিয়া।
এ বিষয়ে শাল্লা থানার ওসি নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এর সত্যতা না পাওয়ায় মামলা নেওয়া হয়নি। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আরও এক অফিসারকে দিয়ে তদন্ত করিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম।’ এর আগেই সুনামগঞ্জে গিয়ে মানববন্ধন করায় বিস্ময় প্রকাশ করেছেন ওসি।