সাইফুল ইসলাম,টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে একটি বসতবাড়ী থেকে শাশুড়ি পুত্রবধুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের খামারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তিনজন হচ্ছেন, কাশতলা গ্রামের মৃত হয়রত আলীর স্ত্রী জমেলা (৬৫), তার ছেলে জয়েন উদ্দিনের স্ত্রী সুমি বেগম (২৮) এবং কালিহাতীর সাতুটিয়া গ্রামের সোরহাব আলীর ছেলে শাহজালাল (৩০)। তাদের শরীরের নানা যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত সুমি বেগমের ছেলে সাফী (৪)।
তাঁকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় লাশ উদ্ধার হওয়া বসত ঘরের দেয়ালে দেখা যায় রক্ত দিয়ে লেখা কিছু কথা। সেখানে লেখা রয়েছে “এমনটা হত না যদি আমার সুমী আমার কাছে থাকতো, এই সবকিছুর জন্য সুমীর বাবা দায়ী”। এতেকরে স্থানীয়রা ধারণা করছেন, পরকীয়া সংক্রান্ত কোন ঘটনা থেকে এই তিন খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ও স্থানীয়রা বলছে, শাহজালালের সঙ্গে সুমির পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। আহত শিশুটি সুমির ছেলে সাফী।