আগামী বছরের ৮ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে করোনা মহামারির কারণে এখনো এ বিষয়ে সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি।
জানা যায়, গতবারের সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্বে ইজতেমা আগামী ৮ জানুয়ারি আম বয়ানের মাধ্যমে শুরু হয়ে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল। আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৫ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল।
এ বিষয়ে ওলামা শূরার পক্ষে আয়োজক কমিটির মুরুব্বী ডা. সাহাবুদ্দিন বলেন, এবারের ইজতেমা হবে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। করোনার কারণে সরকারিভাবে নির্দেশনা না পেলে বলা যাচ্ছে না কিছু। সাদ পন্থী মনিরুজ্জামান মনি বলেন, বিশ্ব ইজতেমা সফল করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। আশা করি স্বল্প পরিসরে হলেও ইজতেমা করার অনুমতি পাবো। তবে জানুয়ারির প্রথম দিকে ইজতেমা না হওয়ার সম্ভাবনাই বেশি।
এ ব্যাপারে জিএমপি উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিস বলেন, সরকারি কোনো নির্দেশনা না পেলে কিছু বলা যাচ্ছে না। তবে করোনা মহামারী থাকলে ইজতেমা না হওয়ার সম্ভাবনাই বেশি।