৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১০ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধনে থেকে তারা এ দাবি জানান। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা ৪৩তম বিসিএস পাওয়ার কথা ছিলো কিন্তু আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি হওয়ায় আমরা এখন অংশগ্রহণ করতে পারবো না। তাই ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হোক।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, যেখানে ৪০তম বিসিএসের রিটেন ও ৪১তম বিসিএসের প্রিলিই হয়নি, আর ৪৩তম বিসিএস এর জন্য নতুন কোনো ব্যাচের ফাইনাল পরীক্ষাই হয়নি সেখানে ৪৩তম এর আবেদনের শেষ সময় জানুয়ারিতে রাখার কোনো মানে হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘২০১৬-১৭ সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু করোনার জন্য শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত সময়ে স্নাতক শেষ করা সম্ভব হয়নি। এর মধ্যে ৪৩তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে। পিএসসির কাছে আমাদের দাবি থাকবে আবেদনের সময়সীমা যাতে গ্রহণযোগ্য সময় পর্যন্ত বৃদ্ধি করা হয়। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনও যেন বিসিএস পরীক্ষায় আবেদনের জন্য দ্রুত সময়ে পরীক্ষা নেয় অথবা অন্য উপায়ের কথা চিন্তা করে।’