আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ৩০ মার্চ শবে বরাতের সরকারি ছুটি থাকায় ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। শবে বরাতের ছুটির পরদিন অর্থাৎ ৩১ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের নির্দেশনা জারি করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। রবিবার (১৪ মার্চ) কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপততিত্বে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।