মহানবী হযরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার ও দূতাবাস বন্ধের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
আজ সোমবার(২ নভেম্ববর) দুপুরে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিলে রাজধানীর শান্তিনগর মোড়ে এক সমাবেশে এই কথা বলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।যদি ২৪ ঘন্টার মধ্যে সংগঠনের দাবি পূরণ না হয়, তাহলে আরও বড় ধরনের আন্দোলন সংগঠিত করার হুমকিও দিয়েছেন তিনি।
হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে এলে আইনশৃঙ্খলাবাহিনী বাধা দেয়। তবে মিছিলের অগ্রভাগে থাকা হেফাজত কর্মীরা পুলিশি ব্যারিকেড হটিয়ে মৌচাকের দিকে এগিয়ে যান। পরবর্তীতে হেফাজতের কেন্দ্রীয় নেতারা মাইকে নেতাকর্মীদের মিছিল নিয়ে শান্তিনগর মোড় পার না হওয়ার নির্দেশ দিলে তারা ফিরে আসেন।
দুপুর পৌনে একটার দিকে হেফাজতের বিশাল মিছিল বেইলি রোডের সামনে পৌঁছলে পুলিশ ব্যারিকেড গড়ে তুলে পথ আটকায়। বাধা পেয়ে সেখানেই সংক্ষিপ্ত সভা করেন হেফাজতের নেতারা। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও ঘৃণা প্রস্তাব আনার দাবি জানান তাঁরা। তাছাড়া ফরাসি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।