কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন পদে দুই হাজার ১৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন তারা।
পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর এক হাজার ৫৭টি।
যোগ্যতা: পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক) এক হাজার ১৯টি।
যোগ্যতা: পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব) ১০৫টি।
যোগ্যতা : পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: টেলিটকে মাধ্যমে ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
প্রার্থীদের বয়স হতে হবে ১৫ এপ্রিল তারিখে ১৮ থেকে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।