২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলার আওতাধীন গোপালপুর উপজেলা শাখার ব্যবস্থাপনায় আজ বুধবার (০২রা সেপ্টেম্বর) সকালে মসজিদের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের প্রধান অতিথি অতিথি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা সভাপতি এস এম কামরুল ইসলাম বলেন, মসজিদ ইবাদতের যায়গা। মসজিদ আল্লাহর ঘর। ২০১ গম্বুজ মসজিদ আমাদের দেশের ঐত্যিহ্য। তাই বলে মসজিদে দর্শনার্থীদের অবাধ বিচরণ, বেহায়াপনা ও নোংরামি চলবে তা মেনে নেওয়া হবে না। অতএব মসজিদ কমিটির প্রতি আমাদের দাবি মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে এবং অবাধে চলাচল বন্ধ করতে হবে।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গোপালপুর উপজেলা সভাপতি মুহাম্মাদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা সহ-সভাপতি ফয়সাল আহমেদ, ইশা ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আলিয়া মাদ্রাসা সম্পাদক আবু সালেহ আহমেদ, হাফেজ রুহুল আমিন , ইসলামী যুব আন্দোলন গোপালপুর উপজেলা শাখার মুহাম্মদ শিপন সহ স্থানীয় নেতৃবৃন্দ।