রাজধানীতে একটি ১৯ তলা ভবনের ১৮ তলা থেকে লাফিয়ে আসিফুল হক বিজয় নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর খিলজি রোডে এ ঘটনা ঘটে।
নিহত বিজয় ‘এ’ লেভেল পাস করার পর আর পড়াশোনা করছেন না বলে জানিয়েছেন স্বজনরা। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, বিজয় তার মায়ের সঙ্গে মোহাম্মদীয়া হাউসিং সোসাইটি এলাকার একটি বাসায় থাকতেন। শুক্রবার বিকেল ৩টার দিকে শ্যামলী খিলজি রোড এলাকার একটি ১৯ তলা ভবনের ১৮ তলা থেকে তিনি পড়ে মারা যান। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে বিজয় আত্মহত্যা করতে পারেন।