কুয়াশাচ্ছন্ন সকাল,ঘন কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্য মামার উদয়ের প্রচেষ্টা,দূর্বা ঘাসে কিংবা গাছের সদ্য প্রস্ফুটিত পাতায় মুক্তোর মতো আলো ছড়িয়ে টেপ টেপ করে পড়ছে ভোরের শিশির,লেকের পানি গলগল শব্দে বয়ে যাচ্ছে তার আপন গন্তব্যে,অতিথি পাখিগুলোর কলকাকলি বাজছে কানে।এই মন জুড়ানো এক অধরা অনুভূতিই জানান দেয় সবুজে ঘেরা ১০০ একরের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীত ঋতু এসেছে উৎসবের আমেজে। প্রকৃতিও সেজেছে নিজস্ব স্বকীয়তায়।ঋতু পালাবদলের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের প্রকৃতিও সাজে ভিন্ন রূপে।ক্যাম্পাসের দূ্র্বা ঘাসে আবৃত কাঁচা রাস্তা,বঙ্গবন্ধু ফ্রীডোম স্কয়ারের শিশির ভেজা সবুজ ঘাস,পানির গলগল শব্দে মুখরিত লেক,ক্যান্টিন কিংবা চেয়ারম্যানের টং সর্বত্রই শীতের আমেজ বিরাজ করছে।সকালের ক্যাম্পাসে হালকা কুয়াশা তার সাথে মৃদু ঠান্ডা হাওয়া।সব মিলিয়ে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শীত উপভোগ্য আর রূপময়।
শীতের সকালের সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে ক্লাসে উপস্থিত হওয়া।বেলা গড়ানোর সাথে সাথে শহরের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে এখানকার প্রাণ অতিথি পাখিগুলো (শিক্ষার্থীরা) আসতে শুরু করে।আর ক্যাম্পাসে তখন ধীরে ধীরে শীতের ছোঁয়া কমতে শুরু করে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীতের উষ্ণতা উপভোগ করে শহীদ মিনার চত্বর বা ফ্রীডোম স্কয়ারের ঘাসের গালিচায় বসে রোদের আলিঙ্গন মেখে। ক্লাসের ফাঁকে বেশিরভাগ শিক্ষার্থীই চলে আসে সেখানে। তৈরি হয় সকল বিভাগের শিক্ষার্থীদের এক রোদেলাস্নিগ্ধ মিলনমেলা। বাহারী রঙের শীতের পোশাকের বাহারে পুরো মাঠ এক রঙিন সাজে সেজে উঠে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাফসান শীতের সকালের অনুভূতি ব্যক্ত করে বলেন, পৃথিবীর সব দুঃখ একদিকে আর শীতের সকালবেলা লেপের তলে থেকে ওঠার দুঃখ একদিকে। তবে এই দুঃখ তখনই দূর হয় যখন এই ১০০ একরে পা রাখি।ক্যাম্পাসের সবুজ ঘাসের উপর বসে সকলের সাথে আড্ডা,খেলাধূলা সব মিলিয়ে শীত যেন আরো একটু নতুন অনুভূতির জন্ম দেয়।ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিফাতের মতে, গোল হয়ে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটানোর উপযুক্ত সময় শীতকাল।কাঁচা রাস্তার দুপাশে বেড়ে উঠা দূর্বাঘাস,সু বিশাল শহীদ মিনার প্রাঙ্গনে সকালের নরম রোদে আড্ডা দেয়ার অনুভূতিই অন্যরকম।
চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের পাশে চন্দনাইশ উপজেলার বিজিসি বিদ্যানগরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের চারদিকেই রয়েছে গ্রাম। আর তাই শীতের আগমন কোনোভাবেই গ্রাম থেকে আলাদা নয়। গ্রামের শীতের আমেজ পেতে ঘুরে যেতে পারেন সবুজে বেষ্টিত ১০০ একরের এই ক্যাম্পাস থেকে।
লেখক –
মোঃ নুরনবী শাওন
শিক্ষার্থী আইন বিভাগ,বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ