কুমিল্লায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন লালমাই উপজেলার বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন মির্জা।বুধবার (২৫ ডিসেম্বর) নিজগ্রাম দুতিয়াপুর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পার্শ্ববর্তী চন্ডিপুর গ্রামে বিয়ে করেন তিনি।
ছাত্রলীগের ওই নেতার নাম শাখাওয়াত হোসেন সাকু। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের হাজী খোকনের ছেলে।
বিয়েতে বরযাত্রী ছিলেন প্রায় ৩শ ব্যক্তি। একজন ইউনিয়ন ছাত্রলীগ নেতা হয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ের বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার শাখাওয়াত হোসেন সাকু বিয়ে করতে যান সদর পৌর সভার মুকুন্দী গ্রামে। মুকুন্দী গ্রামের মো. হেলাল উদ্দিনের মেয়ে মোসা. শাহিনুর আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বড় শাখাওয়াত হোসেন সাকু। দুপুর ২টা ৪৫ মিনিটে ফের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কনের বাড়িতে বিয়ে শেষে নববধূকে নিয়ে ৪টা ১০ মিনিটে নিজ বাড়িতে পৌঁছান। বরের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত ৭-৮ কিলোমিটার দূরে হতে পারে।
বিয়ের অনুষ্ঠানের যাত্রী বাঘমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বী বলেন, শখের বশেই হেলিকপ্টারটি ভাড়া করে আনা হয়েছে। বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব তো অনেক কম। মাত্র এক ঘন্টার মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে। বর তার মা ও ভাইকে নিয়ে হেলিকপ্টারে কনের বাড়িতে গেছেন। আমরা মাইক্রো আর বাইকে গেছি।
ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন সাকু জানান, আমার ইচ্ছা ছিল হেলিকপ্টারে বিয়ের আয়োজন করব। সেই ইচ্ছ পূরণ হয়েছে। বর্তমানে আমি ছাত্রলীগের কোনো কমিটিতে না থাকলেও ভবিষ্যতে যুবলীগের কমিটিতে ভালো অবস্থানে থাকব বলে আশা করছি।