হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভক্ত দুই গ্রুপে চলছে মাঠ দখলের প্রতিযোগিতা। এরই মধ্যে সাবেক আমির আল্লামা আহমদ শফী (রহ.) এবং বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর অনুসারীরা উদ্যোগ নিয়েছে পুরো দেশে কমিটি গঠনের। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হেফাজতে ইসলামের সারা দেশের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই দুই গুরুত্বপূর্ণ ইউনিট চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা কমিটি গঠন করা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনিভাবেই মামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’আল্লামা আহমদ শফী অনুসারী হিসেবে পরিচিত সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, ‘আল্লামা শফী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা হুজুরের হত্যাকারীদের গ্রেফতার দাবি করছি।’ তিনি বলেন, ‘হেফাজতে ইসলামের ত্যাগী নেতাদের নিয়ে কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের পরামর্শ অনুযায়ী শিগগিরই হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা দেওয়া হবে।’
জানা যায়, আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর প্রকাশ্যে আসে কোন্দল। তাঁকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করছেন তাঁর অনুসারী হিসেবে পরিচিতরা। স্বাভাবিক মৃত্যুর দাবি করছেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর অনুসারীরা। গত ১৭ ডিসেম্বর বাবুনগরীর অনুসারীদের আসামি করে হত্যামামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাওলানা মাঈন উদ্দিন। এরপর থেকে পক্ষে-বিপক্ষে বিবৃতি দিচ্ছেন দুই শীর্ষ আলেমের অনুসারীরা। গত বুধবার এ নিয়ে সংবাদ সম্মেলনে আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী বলেছেন, আল্লামা আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। একটি পক্ষ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এ সংবাদ সম্মেলনের পর বিবৃতি দিয়েছেন ৩১৩ আলেম-পীর-মাশায়েখ। আল্লামা শফীর অনুসারী হিসেবে পরিচিত এ আলেমরা বিবৃতিতে আল্লামা শফী ‘হত্যা’ মামলার আসামিদের গ্রেফতার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, সরকারের পতন ত্বরান্বিত করার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে আল্লামা শফীকে হত্যা করা হয়। এদিকে বর্তমান কমিটি মাঠপর্যায়ে নিজেদের সক্রিয় রাখতে পুরো দেশের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যে চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পুরো দেশে শানে রেসালাহ সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান কমিটিকে টেক্কা দিতে বসে নেই আল্লামা আহমদ শফী অনুসারী হিসেবে পরিচিত নেতারা। তারা পাল্টা কমিটি দিতে পুরো দেশেই তৎপরতা চালাচ্ছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকার শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকও করেছেন। কমিটির একটি রূপরেখাও তৈরি করা হয়েছে বলে তারা দাবি করেন।
মতামত দিয়েছেন চট্টগ্রাম থেকে মুহাম্মদ সেলিম
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন