বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে হেফাজতে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের যে অবস্থান, তাকে ‘রাষ্ট্রদ্রোহিতার সামিল’ আখ্যা দিয়ে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভাস্কর্য বিতর্কসহ সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তি ধর্মকে আবার ঢাল হিসেবে ব্যবহার করছে। ইসলাম ধর্মকে তারা আবার বিতর্কিত করতে চায়।
তিনি আরো বলেন, এখন ভাস্কর্য ও মূর্তি বনাম যে বিতর্ক তারা তুলেছে, তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অবস্থান সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধী।