হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত ফ্রান্সে রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বাধা প্রদান করেছে পুলিশ।
সোমবার (২রা নভেম্বর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সমাবেশের পর হেফজতের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে গুলশানের দিকে রওনা হয় হেফাজত ইসলাম বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী।
শান্তিনগর মোড়ে পৌঁছালে মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।
মিছিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা- ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘ম্যাঁকোর চামড়া, তুলে নেব আমরা’, ‘জেগেছে রে জেগেছে, মুসলমান জেগেছে’, ‘বয়কট বয়কট, ফরাসি পণ্য বয়কট’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, ফ্রান্সের দূতাবাস’ ইত্যাদি স্লোগান দেন।
উল্লেখ্য, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী একত্রিত হতে থাকে বায়তুল মোকাররম, পল্টন,বদৈনিক বাংলা মোড়সহ আশপাশের এলাকায়। এসময় ঢাকার বিভিন্ন প্রবেশদ্বারে পুলিশি বাধাগ্রস্ত হওয়ার কথা শোনা যায় হেফাজতের নেতাকর্মীদের কাছ থেকে।