হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নবগঠিত কমিটিতে নিজের নাম দেখে বিব্রত হয়েছেন বরিশালের ঐতিহ্যবাহী মাহমুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবাইদুর রহমান মাহবুব।
আজ বুধবার (৯ জুন’২১) তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তাকে নায়েবে আমীর পদে রাখার জন্য আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী ফোন দিলে তিনি পরবর্তীতে মতামত জানানোর কথা বলেন। পরে ফোন দিয়ে বাবুনগরীকে না পাওয়ায় হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী কে বিনয়ের সাথে তাকে কমিটিতে না রাখার ব্যাপারে অনুরোধ জানান।
এরপরেও পত্রপত্রিকায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর পদে তার নাম থাকায় বিব্রতবোধ করেন তিনি।
মাওলানা ওবাইদুর রহমান মাহবুব প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “হেফাজতে ইসলামের কেন্দ্রসহ অধঃস্তন কোন শাখায় আমি নেই”।