হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেছেন ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক ও বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম।
বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম হেফাজতে ইসলামের কাউন্সিলে জমিয়তে উলামায়ে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস নিয়ন্ত্রিত হেফাজতের নতুন কমিটি প্রত্যাখ্যান করে বলেছেন এই কমিটিতে পরিশ্রমী ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি।
আজ রোববার বিকেলে বাংলাদেশ জনসেবা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলে। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান হাফেজ আহমাদ আলী, মহাসচিব মাওলানা ইয়ামিন হোসাইন আজমী ও মুফতি আব্দুল আলীম।
তিনি আরো বলেন, নতুন কমিটিতে জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতা আল্লামা নূর হোসাইন কাসেমীর একচেটিয়া নিয়ন্ত্রণ ও খেলাফত মজলিসের নিয়ন্ত্রিত লোকজনদের প্রাধান্য দেয়া হয়েছে। জমিয়তের ২০ থেকে ২৫ জন মজলিসের ১৫ থেকে ২০ জন স্থান পেয়েছে এই নতুন কমিটিতে। তাহলে অন্য ইসলামী দলের লোকজন কি অপরাধ করলো? দেশের সাধারণ হেফাজত কর্মীরা কোনক্রমেই এই প্রহসনের কাউন্সিল মেনে নিতে পারে না। মুফতি ফখরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের নবগঠিত কমিটিতে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর ভক্তবৃন্দ ও পরিবারের লোকজন এবং ত্যাগী নেতা কর্মীদের ছাড়া কমিটি পূর্ণাঙ্গ হতে পারে না।