চট্টগ্রাম ফটিকছড়ি তালিমুদ্দীন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী (মাদরাসার) সাবেক নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা হাফেজ মুহাম্মাদ কাসেম আজ বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ি থানার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি দীর্ঘদিন হাটহাজারী মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম ও শিক্ষা পরিচালক ছিলেন। পরবর্তীতে ফটিকছড়ি তালিমুদ্দীন মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমৃত্যু মুহতামিম এর দায়িত্ব পালন করেন। তিনি ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর মেয়ের জামাতা এবং ভারতে বিশ্ববিখ্যাত বুযুর্গ আল্লামা শাহ আবরারুল হক হারদুয়ী রহ এর খলিফা ছিলেন।
আগামীকাল সকাল ১০ টায় ফটিকছড়ি তালিমুদ্দীন মাদরাসায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মরহুম ৫ ছেলে ৪ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান।