প্রায় এক বছর পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আগামী ৩০ মার্চ থেকে। এছাড়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলবে আরও প্রায় দুই মাস পর ২৪ মে থেকে।
সব শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে বন্ধ হলেও স্কুল-কলেজ-মাদরাসা আগে খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
তারা বলছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সতর্ক থেকে ক্লাসে ফিরতে পারবেন। কিন্তু স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের বয়সের তুলনায় নিজেদেরকে নিরাপদ রাখতে পারবেন কিনা-এমন প্রশ্নও তুলেছেন তারা।
এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক গণমাধ্যমকে বলেছেন, হলের সঙ্গে স্কুলগুলো সম্পর্কিত না। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা নেওয়ার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। স্কুল-কলেজগুলো এজন্যই আগে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ-মাদ্রাসা খুলে দেওয়া হবে। সে হিসেবে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে স্কুল-কলেজ খোলার দুই মাস পর।