দেশবরেণ্য মনিষীদের জীবনচরিত নিয়ে আরবী ও ইংরেজী ভাষায় তথ্যপূর্ণ ধারাবাহিক ভিডিও ডকুমেন্টারি নির্মাণ করছে ‘ইসলামিক কালচার এক্সপ্রেস’ নামক একটি ইউটিউব চ্যানেল।
ইতোপূর্বে মুফতি আমিনী রহ., শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক রহ. ও চরমোনাই পীর মাওলানা ফজলুল করীম রহ. এর জীবন ও কর্মের উপর নির্মিত তাদের পৃথক তিনটি ডকুমেন্টারি দেশের গণ্ডি পেরিয়ে আরবেও ব্যপক প্রচারিত হয়েছে। এর মাধ্যমে আরবরা সহজে এদেশের বরিত মনিষীদের জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারছেন।
গুরুত্বপূর্ণ এ ডকুমেন্টারিগুলো আরবী ভাষায় নির্মাণের কারণ কী? জানতে চাইলে ইসলামিক কালচার এক্সপ্রেসের সি.ই.ও. ওয়াসিম হাফিজ জানান , আমাদের দেশের বরেণ্য আলেমদের কর্ম ও অবদানগুলো সাধারণত আমরা বইয়ের পাতায় পেলেও বহিঃর্বিশ্বে এগুলো পৌঁছায় না। তো আরব দেশগুলো যেন আমাদের মনিষীদের কথা তাদের ভাষায়ই সহজভাবে জানতে পারেন- এজন্য আরবী ভাষায় তা নির্মাণ করা হয়েছে। তবে সাম্প্রতিককালে দর্শকমহল থেকে ইংরেজী ভাষায়ও ডকুমেন্টারি নির্মাণের অনুরোধ আসে, যাতে সার্বজনীনভাবে সারাবিশ্বের যে কেউ তা দেখে বুঝতে পারেন।
এবার হাফেজ্জী হুজুর রহ. এর জীবন ও কর্ম নিয়ে ইংরেজী ভাষায় ডকুমেন্টারি তৈরী করেছেন তারা। বরাবরের মত এবারের ডকুমেন্টারিটিও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা ওয়াসিম হাফিজ।