মোকলেছুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার কালিগঞ্জ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় বেশ কিছুদিন থেকে বিভিন্ন বাতিল ফেরকা,বাউল সম্প্রদায়, আটরশি,চন্দ্রপুরি,মাইজভাণ্ডারী মারেফতের নামে ফাসাদ সৃষ্টি করে আসতেছে।
এমতাবস্থায় এলাকার যুবকরা বিষয়টি নিয়ে ওলামায়ে এরামের কাছে সমাধান চায়। সেই প্রেক্ষিতে আজকে বাহাসের আয়োজন হয়েছে, তাদের সাথে। এলাকার মেম্বার এবং চেয়ারম্যানের সামনেই তারা এই কথায় একমত হয় যে, যদি ওলামায়ে কেরাম আমাদের সাথে বাহাসে
জয়লাভ করে, তাহলে আমরা আর আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব না এবং ইসলামে ফিরে আসবে। কিন্তু আজ হক্কানি আলেম উলামায়ে কেরাম উপস্থিত হলেও তারা আজ উপস্থিত হয়নি। উক্ত বাহাসে উলামায়ে কেরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রখ্যাত
আলেমেদ্বীন মুফতী শামসুদ্দীন কাসেমী দাঃ বাঃ, মুফতী আব্দুল হান্নান কাসেমী দাঃ বাঃ, মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান,এবং মুফতী আব্দুল্লাহ সহ অনেক ওলামায়ে কেরাম। মুফতি আব্দুল হান্নান কাসেমী বলেন, চেয়ারম্যান মেম্বার কে সামনে রেখে আজ ওরাই বাহাসের
তারিখ এবং চ্যালেঞ্জ দিয়েছিল, কিন্তু আজ আমরা সঠিক সময় উপস্থিত হাওয়ায় পরেও ওরা উপস্থিত হয়নি। আর হবেই বা কি করে তাদের তো কোন পুজি নেই। সুতরাং আবারো প্রমান হলো তারা বাতিল ও পথ ভ্রষ্ট বরং তাদের অনেকেই মুশরিক। কালিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মাইজভান্ডারি পন্থী অনুসারিরা বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিল, আলেমদের কিন্তু আমার সামনেই চ্যালেঞ্জ দিয়ে ওরাই আজ লাপাত্তা
সুতারাং এই বাহাসে উলামায়ে কেরাম দের বিজয় হয়েছে,ভবিষ্যতে আমার ইউনিয়নে ওই সকল ভন্ডদের কর্মকাণ্ড হতে দেওয়া হবেনা। স্থানীয়রা বলেন, আজ আমরা বুজে গেছি কারা সঠিক পথে আছে তাই আমাদের সিদ্ধান্ত আজ থেকে আমরা মাইজভান্ডারি পন্থী সহ সকল মাজার পূজারীদের প্রত্যাখ্যান করলাম।