স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণসহ ৭ দাবিতে রাস্তায় শিক্ষকেরা। এ দাবিতে টানা অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। এ সময় শিক্ষকদের বেতন-ভাতা প্রদানেরও দাবি জানিয়েছেন অবস্থানরত শিক্ষকেরা।
বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচিতে গত কয়েক সপ্তাহ ধরে কর্মসূচি পালন করে আসছেন দেশের বিভিন্ন প্রান্তর থেকে আসা শিক্ষকেরা। এর ধারাবাহিকতায় আজ রবিবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করছেন তারা।
এ সময় সাত দফা দাবি উপস্থাপন করে শিক্ষকরা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মুজিববর্ষে মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা, কোডবিহীন মাদ্রাসাগুলোর বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাস একজন অন্তর্ভুক্তকরণ, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অফিস সহায়ক নিয়োগ, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ, মাদ্রাসায় আসবাবপত্র, ভবন নির্মাণ, স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে।
দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ সময় বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছাড়া আন্দোলন চলবে। প্রয়োজনে রাজপথ অবরোধ কর্মসূচী পালন করবো।