পটুয়াখালীতে অসুস্থ স্ত্রীর মৃত্যুর খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন স্বামীও। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
মৃত স্বামীর নাম গোলাম মোস্তফা। তাঁর বাড়ি জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে। তিনি ইসাক মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে একটি সন্তান প্রসব করেন কলি বেগম। সেখান থেকে ১১ জানুয়ারি বাড়িতে ফেরেন তিনি। এরপর বুধবার রাতে অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর ডাক্তারের পরামর্শে অসুস্থ স্ত্রীর জন্য ফার্মেসীতে ওষুধ কিনতে যান গোলাম মোস্তফা। এ সময় তাকে মোবাইলে স্ত্রীর মৃত্যুর খবর জানালে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।